মশা নিয়ে ভাবনা, আর না আর না!!!

tanvirhasan // Thursday, February 18, 2010


ঘর থেকে মশা তাড়াতে মাত্র ২৫২ কিলোবাইট এর anti-mosquito সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন। এ সফটওয়্যারটি পিসিকে মশা তাড়ানোর যন্ত্রে রুপান্তর করবে। তবে পিসিতে এই জন্য সাউন্ড বক্স থাকতে হবে। সফটওয়্যারটি সেটাপ করার দরকার হয় না। সরাসরি চালু করে সিস্টেম ট্রে তে দেখবেন দুটো মশা :)। ক্লিক করে OK করে সাউন্ড বক্স এর ভলিউম ফুল করে রাখুন তাহলে high-frequency উৎপন্ন হবে এবং মশা ঘর থেকে পালাবে।

Anti-Mosquito ডাউনলোড করুন এই লিংক থেকে। আর মোবাইল এর জন্য মাত্র ১২৫ কিলোবাইট এর AntiGnat.jar সফটওয়্যার পাওয়া যায়। এটি যে কোন JAVA সাপোর্টেড মোবাইলে চলে। সফটওয়্যারটি এই লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করে অন করে রেখে শুধু ভলিউম ফুল করে রাখুন তাহলেই কাজ হবে।

0 comments